শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ইলেক্ট্রন হচ্ছে কোন মৌলের পরমানুর স্থায়ী মৌলিক কনিকা। এটি নিউক্লিয়াস তথা কেন্দ্রের চারপাশে কতকগুলো অরবিট ও অরবিটালে অবস্থান করে। ইলেক্ট্রন কারেন্ট নয় কিন্তু ইলেক্ট্রনের প্রবাহ হচ্ছে কারেন্ট। যেমন এক খন্ড ধাতব বা অধাতব পদার্থে লক্ষ কোটি ইলেক্ট্রন রয়েছে ,তুবুও তা কিন্তু কারেন্ট নয়। কিন্তু আমরা জানি ধাতব পদার্থে ধাতব বন্ধন গঠনের জন্য শেষ কক্ষ পথের ইলেক্ট্রনটি মুক্ত হয়ে চলাচল করতে পারে। এখন কোন কারনে যদি ইলেক্ট্রন একই দিকে প্রবল ভাবে ( সর্বনিম্ন সেই প্রবল যা সামান্য বাধাকে অতিক্রম করতে পারে) প্রবাহিত হয় তবে তা পরিবাহকে কারেন্ট সৃষ্টি করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ