শেয়ার করুন বন্ধুর সাথে
Call

৮৯ মৌল টি হল Ac. Ac[89] = Rn(86) 6d¹ 7s². ১). বহিস্থ স্তরে (s+d) ইলেকট্রন সংখ্যা ১+২=৩টি অর্থাৎ গ্রুপ তিনে মৌলটি অবস্থিত । ২). “d” উপস্তরে ইলেকট্রন প্রবেশ করছে । অর্থাৎ মৌলটি ‘B’ উপশ্রেণীর । ৩).যেহেতু “d” অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে। অর্থাৎ এটি “d” ব্লক ভূক্ত মৌল। তাহলে বলা যায় ৮৯ মৌলটি গ্রুপ ৩B. ভূক্ত মৌল। ৪).সর্বোচ্চ শক্তিস্তর বা কক্ষপথ. হল n = ৭ . অর্থাৎ মৌলটির. সপ্তম পর্যায়ে অবস্থিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ