Call

পর্যায় সারণিতে X নামে কোন মৌলিক পর্দাথ নেই। তবে জেনন (Xe) নামে একটি নিষিক্র গ্যাস আছে। যার পর্যায় সারণির ১৮ তম গ্রুপ এ অবস্থান ।

নিচে জেনন (Xe)  এর ইলেক্ট্রন সংখ্যা ও ভর সংখ্যা বর্ণনা করা হল :                  


                  ^131

                    Xe

               54



নিচের  ৫৪ কে বলা হয় পারমাণবিক বা প্রোটন বা ইলেক্ট্রন  সংখ্যা, একে বড় হাতের  Z  দ্বারা প্রকাশ করা হয়,

সুতরাং,  পারমাণবিক /প্রোটন / ইলেক্ট্রন সংখ্যা ( Z) = 54।  




আর ,উপরের ১৩১ কে বলা হয় নিউক্লিয়ন বা ভর সংখ্যা ,একে বড় হাতের A দ্বারা প্রকাশ করা হয়। অতএব

নিউক্লিয়ন বা ভর সংখ্যা (A) =131

Talk Doctor Online in Bissoy App