Call

এটার কোনো সমাধান নেই।তবে কিছু আমল করে ঘুমাতে বলবেনঃআর তা হলোঃসুরা বাকারার ২৫৫ নং আয়াত পড়ে বুকে ফু দিয়ে ঘুমাতে বলবেন।৩৩ বার সুবহানাল্লহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার পড়তে বলবেন।এবং ঘুমার দোয়া পড়ে ঘুমাতে বলবেন।আর দিনে চিল্লাচিল্লি করতে নিষেধ করবেন।কারন দিনের কথা গুলা রাত্রে বলে বা চিৎকার করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার ভাই কে আয়াতুল করছি পড়ে বুকে দম করে দোয়া পড়ে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেন। সূরা ইখলাস, সূরা ফালাক্ব ও সূরা নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে হাতে দম করে যতটুকু সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেয়া। তিনবার এরূপ করা। আশা করি এমনটা আর হবে না ইনশাআল্লাহ। ☺

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সে সারাদিন খেলাধুলা,চেচামেচা করার কারনে ঘুমের ভেতরও সে ঐরূপ আচারন বা চিৎকার করে।সে যখন চিৎকার করবে তখন আয়াতুল কুরসি পড়ে তার বুকে ফু দিবেন তাহলে ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ