Call

কোন মুসলিমকে শয়তান বলে ডাকা, গালি দেওয়া নিষেধ কারণ মানুষ আল্লাহর রহমতপ্রাপ্ত আর ইবলিশ বিতাড়িত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এতে আল্লাহ তায়ালা খুশি নন বরং নারাজ হবেন। কারন ইবলিস শয়তান আল্লাহর অভিশাপ প্রাপ্ত এবং আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন।সুতরাং কাউকে উক্ত নামে ডাকা যাবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো ব্যাক্তি যদি কাউকে শয়তান বা আল্লাহর শত্রু বলে,আর যাকে বলল, সে যদি ঐরকম না হয়। তাহলে যে ব্যাক্তি বলল তাকেই লাগবে গালিটি। দ্বিতৃয়ত, ,"নিষ্পাপ শয়তান" নিষ্পাপ মানে পাপ মুক্ত,আর শয়তান বলতে ইবলিশ কে বুঝায়।তো কথা হচ্ছে, কেউ যদি নিষ্পাপ হয়,তাহলে সে শয়তান কিভাবে? আর যদি শয়তান হয় তাহলে নিষ্পাপ কিভাবে? তাই এরূপ বলাটা সঠিক নয়।আর এটি অজানার কারনে অনেকে বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ