অভিশাপ বা বদ দুআ মানে আল্লাহর নিকট কারো বিরুদ্ধে অভিযোগ করে যথার্থ বিচার বা সুনির্দিষ্ট কোনো বিচারের প্রার্থনা করা। এ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বদ দুআ বা অভিশাপ করেছেন। বীরে মাউনায় কাফেররা যখন সত্তর জন সাহাবীকে হত্যা করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী কাফেরদের বিরুদ্ধে দুআ করেছিলেন। এখনো আমরা বিভিন্ন সময় কুনুতে নাযেলা পড়ি। এটাই তো অত্যাচারীদের বিরুদ্ধে বদ দুআ। সুতরাং পরিস্থিতি বিবেচনায় কারো বিরুদ্ধে আল্লাহর নিকট দুআ করা জায়েয; বরং সুন্নাত। তবে পারতপক্ষে কারো বিরুদ্ধে বদদুআ না করা চাই। স্বাভাবিক ক্ষেত্রে ক্ষমা করে দেয়াটাই ভালো। তবে পরিস্থিতি বিবেচনায় ক্ষমা করাটাও অন্যায় হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ