পাপ কাজ করলে ভগবানের কাজে ক্ষমা প্রর্থনা করবো কিভাবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পূর্বে যত পাপ করেছেন তা মাফ পাবেন, মাফ পাওয়ার জন্য কয়েকটি শর্তঃ১।আল্লাহর উপর বিস্বাস করতে হবে এবং,নবী,ফেরেশতা ,কিতাব আল কুরান,পরকাল দিবস ,ভাগ্য তথা তাকদির ,এবং মৃত্যু এই সব জিনিসের প্রতি বিস্বাস স্থাপন করতে হবে। ২।পাপ কাজ করার কারনে লজ্জিত হবে । ৩।আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ৪।পরবর্তীতে উক্ত গুনাহের কাজ করা যাবেনা। ৫।কারো হক্ব বা অধিকার ভক্ষন করলে তা ফিরত দিতে হবে।অধিকার বলতে ,কারো টাকা অবৈধ ভাবে গ্রহন করা,বাবা যদি তার সম্পত্তি শুধু একজনে দেয় বাকিদের না দেয়,তাহলে সকলের হক্ব আদায় করতে হবে। উপরোক্ত শর্ত মেনে নিলে,পূর্বে যত খারাপ বা পাপের কাজ করেছেন, তা পূন্য কাজ ,ভালো কাজ,বা সাওয়াবের কাজ বা নেকীতে পরিনত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ