Cggjjvb

Call

ভাই আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি মানুষের সাথে তার রোগও দিয়েছেন। ভাই আল্লাহ এমন কিছু রোগ মানুষের জন্য নির্ধারন করে দিয়েছেন যে রোগগুলো কোনোদিন পুরোপুরি ভাল হয়না। শুধু কষ্ট দেয়। রোগগুলো কিছুদিনের জন্য মানুষের হয় এবং কষ্ট ভোগ করতে হয় মানুষকে। এবং রোগগুলো কিছুদিনের জন্য ভাল হয়ে যায় এবং রোগগুলো আবার ফিরে আসে। অর্থাৎ রোগগুলো পুরোপুরি কোনদিন ভাল হয়না। এসব রোগের মধ্যে রয়েছে । অ্যালার্জি, জ্বর, ঠান্ডা ইত্যাদি। এসব কারনে পৃথিবীর সব মানুষেরই জ্বর, সর্দি, অ্যালার্জি, কষ্ট ভোগ করতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

আমরা নিঃশ্বাসের সাথে প্রতিদিন হাজারো রোগজীবাণু গ্রহণ করি।একজন মুসলিম মনীষি বলেছেন,আমরা যদি নিঃশ্বাস গ্রহন না করতাম তবে হাজার বছর বেচে থাকতাম।আগে মানুষ অনেকদিন বাচত।কিন্তু এখন,জনসংখ্যা বাড়ছে, পরিবেশ দূষণ বাড়ছে,রোগ বাড়ছে,আয়ু কমছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পৃথিবী তে মানুষ যতোদিন থাকবে ততোদিন রোগব্যাধি হবেই৷ আর রোগব্যাধি এটা কোন আজাব না। কারণ বান্দা গুনাহ করলে  মহান আল্লাহ রোগব্যাধি র ধারা তাহা মাফ করেন এটা হাদিসের কথা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ