আমি খুব হতাশায় আছি রসায়ন পদার্থ মাত্র ২ মাস প্রাইভেট পড়ছি তেমন ভাবে কিছুই কম্পলিট হয় নাই.. গনিত আর ইংরেজীতে ও একই অবস্থা... এখন ssc exam এর আগ পযর্ন্ত প্রাইভেট ছাড়া আমি এতগুলো বিষয় কিভাবে কম্পিলিট করবো ... আমার GPA 5 কীভাবে করবো..? Plzz কেউ সাহায্য করেন.. কী করবো আমি..?
Share with your friends

আপনি GPA 5 পাওয়ার জন্য কোচিং করতে পারেন। কোচিং সবসময় পরিক্ষা নেওয়া হয়। ছাত্র ছাত্রিদের খুব পড়া লেখার উপর চেপে রাখা হয়। ধন্যবাদ,,,,,,,, 

Talk Doctor Online in Bissoy App

আপনি কোচিং অথবা প্রাইভেট পড়বেন। পাশাপাশি বাড়িতে বই গুলো নিজে নিজে পড়ে, নিজেই প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন, যদিও আপনার কাছে সময় কম। আর একদিন একটু সময় নিয়ে বই শেষ করার একটা রুটিন তৈরি করবেন। এতে পড়ালেখায় আগ্রহ বাড়বে।

Talk Doctor Online in Bissoy App