টেস্ট পরিক্ষায় ফেল করলে SSC পরিক্ষা দিতে পারবো?
Share with your friends

পারবেন। বর্তমান বেশিরভাগ শিক্ষার্থী টেষ্ট পরিক্ষায় ফেইল করে এবং পরবর্তীতে ফাইনাল (বোর্ড) পরিক্ষায় অংশগ্রহণ করে। স্কুলের শিক্ষকরা অনেক কথা শুনাবে, পরিক্ষা দিতে অনুমোদন না দেওয়ার ভয় দেখাবে, কিন্তু মূলত আপনার স্কুল থেকে SSC এর জন্য যতজন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে, তারা সবাই পরিক্ষা দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

দিতে পারবেন কোন সমস্যা নাই। আপনার ফাইনালে পরিক্ষা দেওয়া আর না দেওয়ার বিষয়ে আপনি আপনার স্কুলের শিক্ষকদের কাছে পরামর্শ নিন। তবে যে বিষয়ে ফেল করেছেন সেই বিষয়ে ভালো করে পড়ুন। ফাইনালে ভালো রেজাল্ট করার চেষ্টা করুন।   

Talk Doctor Online in Bissoy App
Call

আপন‌ি যদ‌ি তিন  ব‌িষয়‌ে ফেল  কর‌েন।তাহল‌ে স্কুল  কম‌িটিরা সকল‌ে ম‌িল‌ে  আপনার অন্য  পরিক্ষার র‌েজাল্ট  দ‌েখে বিশ‌েষ  ব‌িব‌েচনায় আপনাক‌ে পর‌িক্ষা দ‌িত‌ে দ‌িব‌েন ।চার ব‌িষয়‌ে ফেল  করল‌ে পর‌িক্ষা দ‌িত‌ে দিব‌েন  না।    

Talk Doctor Online in Bissoy App
Imranmir

Call

আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে ৩ পেপারের বেশি ফেল করলে পরীক্ষা দেওয়া যেত না। এই বিষয়টি সম্পূর্ণ আপনার স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করে তারা কয় বিষয় পর্যন্ত ফেল করলে পরিক্ষা দিতে দিবে।

Talk Doctor Online in Bissoy App
AltafAhmed

Call

তোমার স্কুলের ম্যানেজমেন্ট যে ডিসিশন নিবে সেটাই হবে। সম্ভত দিতে পারে। আর ভাল করে পড়াশুনা কর।

Talk Doctor Online in Bissoy App