সার্ঠিফিকেট তুলতে কতো টাকা লাগবে ? কবে থেকে সার্টফিকেট পাওয়া যাবে ? বিদ্রঃ বেশি টাকা চাইলে দুদক টিমের সাহায্য নেওয়া যাবে কি ?
Share with your friends
Call

আপনে এখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট তুলতে পারেন । সার্টিফিকেট তুলতে কোন টাকা লাগে না তবুও স্কুলের কমকর্তারা বলে যে এতো দিন স্কুলে থাকলে কিছু সম্মাননা দাও । তারা যদি ৩০০ থেকে ৫০০ মত টাকা চায় তাহলে দিতে পারবেন । আর ইচ্ছা করলে একটু ঝাড়ি মারবেন আরো কম টাকা নিবে । আর যদি অতিরিক্ত টাকা জোর পূবক আদায় করে তবে দুদকের সহায়তা নিতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি বর্তমান সময় এ স্কুল এর অফিস এ যোগাযোগ করলে সার্টিফিকেট পেতে পারেন। সার্টিফিকেট উঠাতে ১০০-৩০০ পর্যন্ত নিতে পারে এর বেশি চাইলে দিবেন না। আমাদের এই খানে ১০০ টাকা নেয়। যদি বেশি টাকা চাই তখন উপযুক্ত প্রমাণ সহ দুদকে অভিযোগ দিলে তাঁরা ব্যাবস্থা নিবে। অবশ্যই প্রমাণ দেখাবেন তাহলে বেশি গ্রহণ যোগ্য হবে অভিযোগ। 

Talk Doctor Online in Bissoy App
Call

সাধারণত Ssc Result এর ৩ মাস পর সার্টিফিকেট দিয়ে দেয়|৩০০-৩৫০ টাকা দেওয়া লাগে|বেশি টাকা চাইলে দুদকে সাহায্য নিতে পারেন|

Talk Doctor Online in Bissoy App