শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ধর্মিয় অনুশাসন মেনে চলুন,নামাজ পড়ুন,পরিবারের সবার সাথে মিলেমিশে থাকুন।ব্যাড সাইট (ব্লু-ফিল্ম,চটি পড়া) থেকে দূরে থাকুন।তারপরও স্বাভাবিক না হলে একজন যৌনবিষয়ক ডাক্তারের পরামর্শ নিন।আশা করি আপনি এ থেকে মুক্তি পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বপ্ন দোষ সম্পর্কেঃ


স্বপ্নদোষ একেবারেই স্বাভবিক

এবং শারীরবৃত্তীয় কারণে সংগঠিত একটি শারীরিক

প্রক্রিয়া মাত্র। যে কোন ছেলের

ক্ষেত্রেই এটি ঘটতে পারে। এতে ভীতির

কোনো কারন নেই। ক্ষেত্রবিশেষ স্বপ্নদোষ

এড়ানোর ৭টি টিপস নিম্নে দেয়া হলঃ

১. ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। যদিও

এটি স্বপ্নদোষের চিকিৎসা নয় -

তবে এটি স্বপ্নদোষের চাপ

কমাতে শরীরকে সাহায্য করে।

২. ঘুমাতে যাবার আগে এককাপ ঋষি পাতা (Sage

Leaves - google এ সার্চকরে দেখতে পারেন।

হয়তো আপনার অঞ্চলে এটি ভিন্ন নামে পরিচিত)

'র চা পান করলে উপকার পাবেন।

৩. অশ্বগন্ধা (Withaniasomnif era)

স্বপ্নদোষে সৃষ্ট সমস্যায় উপকার সহ

সর্বপোরী যৌন স্বাস্থ্য শুদ্ধি, হরমোন ব্যালেন্স রক্ষা করে।

৪. ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন

না।

৫. রাতের খাবার খাওয়ার পর-পরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষন হাটা-হাটি করুন।

৬. প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরী খাবার অভ্যাস করুন।

৭. পবিত্র কোরআনের ৩০ নাম্বার পারার

"সুরা তারিক" পড়ে শয়ন করুন। হালকা জিকির

এবং অন্যান্য দোয়া পড়ে ঘুমাতে গেলে আল্লাহর

রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন।

আর হ্যা বিষয়টি যদি সত্যিই মাত্রাতিরিক্ত হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকা  । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

যৌন চিন্তা ভাবনা বেশি করবেন না।অশ্লীল কোনো বিষয়ে মন দিবেন না। মাসে তিনবার হলে কোনো সমস্যা নেই।এর বেশি হলে শারিরীক ও মানসিক ক্ষতি হবে।আর এই দুয়াটি ঘুমানোর আগে, বুকে ডান হাত রেখে ,পনের বার পড়বেন ।তারপর পড়া শেষ হলে তিনবার বুকে ফু দিবেন।ইনশাল্লাহ উপকার পাবেন।দোয়াটি :আস্-সামিউ আল মুমিতু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MRK

Call

আপনি হোমিও ডাক্তারে কাছে যেতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি স্বপ্ন দোষ না হওয়ার দোয়া পড়ে ঘুমাবেন । তাহলে আর এটি হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

নিচে স্বপ্নদোষ থেকে বাঁচার কিছু উপায় লিখলাম ১) ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে নিন।যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়।তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরিরকে সাহায্য করে। ২) ঘুমাতে যাওয়ার আগে এককাপ ঋষি পাতা(sage leaves- Google এ search করে দেকতে পারেন। হয়ত এটি আপনার অঞ্চলে ভিন্ন নামে পরিচিত) এর চা পান করলে অতিরিক্ত হস্থমৈথুন জনিত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। ৩) অশ্বগন্ধা স্বপ্নদোষে সৃষ্ট সমস্যার উপকরণ সহ সর্বোপরি যৌন স্বাস্থ্য শুদ্ধি হরমুন ব্যালেন্স এবং হস্থমৈথুন এর ফলে দুর্বল হয়ে যাওয়া পেশিশক্তি ফিরে পাওয়া ও ছোট খাটো ইঞ্জুরি সারিয়ে তুলতে পারে। ৪) ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না।যদি সামান্য পরিমাণ প্রস্রাবের লক্ষণও থাকে বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করে নিন। ৫) রাতে খাবার পর পরই ঘুমাতে যাবেন না।কিছুক্ষণ হাটা হাটি করুন। ৬) প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরি খাবার অভ্যাস করুন। ৭) পবিত্র কোরানের ৩০ নাম্বার পারার ” সুরা তারিক” পরে শয়ন করুন। হালকা জিকির এবং অন্যান্য দোয়া পরে ঘুমাতে গেলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। (ইন্টারনেট থেকে সংগৃহীত) তবে আগে আমারও এ সমস্যাটি হত আজ থেকে প্রায় ৭ বছর আগে, তখন আমি ছোট্ট একটি আমল করতাম ১০০০০০% আমার ঐ দিন কোন সমস্যা হত না। তা হল ঘুমানোর আগে আরবিতে উমর লিখতাম। কেননা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন অত্যন্ত গরম মেজাজের, যে রাস্তায় তিনি হাটতেন শয়তান সে রাস্তায় হাটতোনা। আরবি عمر পেটের উপর হাতের আঙ্গুল দ্বারা লিখে ঘুমাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুঃখিত! স্বপ্নদোষ ছেলেদের হয়। মেয়েদের না, আর এটি হয়ে খারাপ ফ্লিম এবং খারাপ ধারনার কারনে। রোগ জনিত কারনে ও স্বপ্নদোষ হয়ে থাকে। আর যদি ঘন ঘন হয়,খারাপ ফ্লিম না দেখার পরোও তাহলে সেটি রোগ হিসাবে ধরা যাবে। আর এমনটি হলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Abinashray

Call

ঘন ঘন স্বপ্নদোষ হলে রাত্রে বেশি করে পানি পান করুন।ও প্রসাব করে ঘুমাতে যান এবং রাত্রে ঢিলাঢালা পোশাক পড়ুন।এর পাশাপাশি পর্নছবি চটি গল্প যেগুলো পড়লে আপনার যৌন উত্তেজনা আসে সেগুলো থেকে দুরে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ