Share with your friends
Call

Trip- যখন কোথাও ঘুরতে যাবেন এবং গিয়ে দ্রুতই ফিরে আসবেন এরকম পরিকল্পনা থাকবে সেটাকে বলা হবে Trip. এক্ষেত্রে Trip এ যাওয়া হয়।  Tour- যখন কোথাও ঘুরতে যাবেন এবং একসাথে দীর্ঘদিন ধরে বেশ কিছু জায়গায় ঘুরবেন তখন সেটাকে বলা হবে Tour. এখানেও Trip এ যাওয়া হয়।  Travel- কোথাও যাওয়াকে বলা হয় Travel. এটার কোনো নির্দিষ্ট সময় বা দূরত্ব নেই। Tarvel করা হয়। Journey- যখন দীর্ঘ সময় এবং দীর্ঘদিন ধরে Travel করা হয় তখন সেটাইকে বলে Journey.  Visit- কোথাও গমন করাকে বলা হয় Visit. এটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়াকে বোঝায়। 

Talk Doctor Online in Bissoy App