যখন ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড দেয়া হয় তখন নেটে ফুল স্পিড পাই, play store o অনেক ভালো স্পীড পাই ,আবার যখন কোন ব্রাউজার দিয়ে ওয়েবসাইট থেকে কোন ভিডিও ডাউনলোড দেই, তখন একদম স্পিড কম পাই, এখন কি করলে যে কোন ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, কি করলে ভালো স্পিড পাবো।
Share with your friends

এজন্য আপনি Vidmat সফটওয়ারটি প্লে স্টোর ডাউনলোড করে নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রিয় বন্ধু আপনার ব্রাউজার টি ভালো নয়।এর কারণে এই সমস্যা।মাঝে মাঝে সফটওয়্যার দিয়ে Junk File পরিষ্কার করুন ফোন,মেমোরি স্কান করুন।আর ভালো কোনো ব্রাউজার দিয়ে চেষ্টা করুন।আর যদি আপনার সিমটি 4G হয় তাহলে সর্বত্তোম স্পিড পাবেন।

Talk Doctor Online in Bissoy App

ভাইয়া এই সমস্যাটা শুধু আপনার একার না। বাংলাদেশে যত থ্রিজি ফোন আছে সব ফোনেই এই সমস্যা। Youtube, Play Store থেকে খুব ভালো স্পিড পাওয়া যায়। কিন্তু ব্রাউজার থেকে কোন কিছু ডাউনলোড করলে তার স্পিড 30-80 উপরে পাওয়া যায় না। আপনি যদি ডাউনলোড স্পিড বাড়াতে চান এক্ষেত্রে আপনাকে যে কোন একটা Vpn ব্যবহার করতে হবে। Vpn এ Singapure দেশ সিলেক্ট করে চালাতে হবে। তবেই ভালো স্পিড পাবেন আশা করি।

Talk Doctor Online in Bissoy App