শেয়ার করুন বন্ধুর সাথে

কাঁটাওয়ালা ঘড়ি তৈরির আগে সূর্যঘড়ির প্রচলন ছিল।এতে সূর্যের আলোর বিপরীতে বস্তুর উৎপন্ন ছায়ার মাধ্যমে সময়ের হিসাব করা হত।এই ঘড়িগুলো মূলত মধ্যপ্রাচ্যতে আবিষ্কার এবং ব্যবহৃত হত।সেখানকার ভৌগোলিক অবস্থানের কারণে দিনের বেলা সূর্যের ছায়া পশ্চিম দিক থেকে ক্রমাগত পূর্ব দিকে যেত।একারণেই পরবর্তীতে তৈরি ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরে।এবার জানা যাক পূর্ব পশ্চিমের সাথে বাম ডানদিকের সম্পর্ক।মানচিত্রে সব উপরে N লেখা থাকে।যার পূর্ণরূপ নর্থ,অর্থ্যাৎ উত্তর দিক।উপরে উত্তর এবং নিচে দক্ষিণ দিক থাকলে বামপাশে পশ্চিম দিক এবং ডানপাশে পূর্ব দিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ