আমাদের স্যার এই প্রশ্নটি করেছেন,, তোমার মা, আমার মায়ের ভাইয়ের নানি,,তোমার সাথে আমার সম্পর্ক কি????
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার "বড়আম্মা" লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
তাহলে সম্পর্কটা হলোঃ

ভাই

আপনার মায়ের ভাইয়ের নানি আমার মা, তাহলে আমার মায়ের সাথে আপনার মা এবং মায়ের ভাইয়ের সম্পর্ক হলো নাতিন এবং নাতি।
আমার মায়ের নাতিন আমার খালা।
তাহলে, আপনি আমার খালার ছেলে সেহিসেবে আপনার সাথে আমার সম্পর্ক হলো আপনি আমার

বড় ভাই

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মাসি(খালা হবে) নানির মেয়ে মাসি হয়,,আর যেহেতু আমার মায়ের ভাই অর্থাৎ আমার মামার নানি হবে তাহলে আমার মামা আর ওই মাসিটা ভাইবোন হবে। তাই আমার মাসি(খালা) হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি টা হবেঃ নাতি বা নাতনি

তুমি টা হবেঃ নানি


ব্যাখ্যাঃ

আমার মায়ের ভাইয়ের নানি মানে মায়ের নানি। মানে আমার বড়মা বা জেঠি মা অথবা আমার মায়ের মা তার মা। আর তোমার মা বলতে আমার মায়ের মা তার মা। অতএব তুমি টা আমার মায়ের মা বা এক কথায় নানি।

আর আমি যদি ছেলে হই তাহলে নাতি।

আর যদি মেয়ে হই তাহলে নাতনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ