Call

আপনাকে শুধু এইচটিএমএল/ সিএসএস জানলেই হবে না । আপনাকে পিএইচপি জানতে হবে কেননা আপনি যদি পিএইচপি জানেন তবে আপনি সাধারণ একটি থিম তৈরি করতে পারবেন । যেখানে কোন এপ্লিকেশন মানে লগইন সিস্টেমের মতো কিছু থাকবে না । সে যাই হোক আপনি পিএইচপি ছাড়া সাইট প্রকাশ করতে পারবেন না । আবার যদি বলেন আমি থিম ডাউনলোড করে সাইট তৈরি করব । আরে ভাই এই থিম কি অজানা কোন ল্যাংগুয়েজ দিয়ে তৈরি এটাও কিন্তু পিএইচপি দিয়ে দিয়ে । এবার কথা হলো হোস্টিং নিব কোথা থেকে ? আসলে ব্যাপার টা এরকম যে আজ কাল অনেকেই আছে যারা মনে করে শুধু প্রোগ্রামিং জানলেই সাইট তৈরি করা যায় । এটা একেবারেই ভুল উত্তর । আপনি ০০০ওয়েবহোস্ট ডট কম থেকে হোস্টিং নিন। তাহলেই সাইট তৈরি করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ওয়েবসাইট বানাইতে পারেন এইটা খুবই ভাল কথা। আর আপনি যদি ইন্টারনেট এ কানেকশন দিতে চান বা ইন্টারনেট এ প্রকাশ করতে চান তাহলে আপনার প্রথমে হোস্টিং কিনতে হবে। আর একটা ইউনিক ডোমেইন নেইম চুজ করতে হবে। ব্যাস হয়ে গেল। এবার আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা মেইল করবেন, ওইখানে সি প্যানেল এর লিংক দেওয়া থাকবে, লগ ইন করে এইখানে আপনার HTML and CSS ফাইল আপলোড করবেন। ফিনিশড! এরপর ও যদি কোন সমস্যা হয় আমাকে মেইল কইরেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App