Share with your friends
Untile

Call

এরকম কোন নিয়ম আছে বলে আমার জানা নেই| আপনার যেসব সাইটে অ্যাকাউন্ট আছে বলে মনে হয়, সে সব সাইটে ইমেইল ঠিকানা দিয়ে পাসওয়ার্ড পূনুরুদ্ধার করার চেষ্টা করে দেখতে পারেন|

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

আমরা জানি জিমেইল দিয়ে কোন কোন অ্যাকাউন্ট বা অ্যাপ এ রেজিস্ট্রেশন করেছি তা জানতে পারব না। তা ভুল গুগল আমাদের প্রায় সব ইনফরমেশন সেভ করে রাখে। নিচে দেখুন কীভাবে জানবেন কোন ওয়েব বা অ্যাকাউন্ট এ রেজিস্ট্রেশন করবেন। 

  • প্রথমে গুগল অ্যাপ এ অ্যাক্সেস করে More অপশনে ক্লিক করুন। 
  • তারপর Manage Your Google Accout এ ক্লিক করুন। 
  • তারপর স্ক্রল করে Security তে যান। 
  • তারপর Signing with google এ ক্লিক করুন। প্রথমে অ্যাপ গুলো পাবেন যেগুলো দিয়ে সাইন আপ করেছেন তারপর ওয়েব পাবেন। (বুঝতে সমস্যা হলে মন্তব্য৷ করতে পারেন) পিক এ দেখন কোরা ও wikihow যেগুলো আমার জিমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করা। এগুলোই প্রফ ভাবতে পারেন।     

image image image

Talk Doctor Online in Bissoy App