আমার প্রশ্ন হলো(১)Gmail আইডির পাসওয়াড জানা না থাকলেও কি অন্য আইডি এ্যাড করা যায়(২)আমার Gmail আইডির ইনবক্সে বারবার নিরাপতা সর্তকতা আসে।তার মানে কি আমার Gmail আইডি অন্য কেউ ব্যবহার করছে?
Share with your friends
EmonHosenMj

Call

হ্যা এখন যে কোনো আইডি হ্যাক হতে পারে। আপনারও হয়তো হ্যাক হয়েছে। এখনকার যুগে হ্যাক করা কনো ব্যাপার না। আপনার পাচওয়ার্ড হ্যাক হয়েছে হয়ত

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার জিমেইল আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা তা আপনি নিজেই বুঝতে পারবেন। নিরাপততা মেসেজ কেন আসছে তা জনতে ঐ নিরাপত্তা মেসেজ এ প্রবেশ করে ডিটেইলস জেনে নিন। কেউ আইডিতে প্রবেশ করলে বা নতুন কোন জায়গা থেকে আইডিতে প্রবেশ করলে বা নতুন কোন ফোন বা পিসি থেকে প্রবেশ করলে বা কেই আইডিতে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তা মেসেজ আসে। তাই নিরাপত্তা মেসেজ আসলেই যে আপনার আইডি অন্য কেউ ব্যবহার করছে তা কিন্তু নয়।

Talk Doctor Online in Bissoy App