মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি 3 সেকেন্ডে 3 মিটার দূরত্ব যায় তবে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে।??  ((বিস্তারিত বললে চিরকৃতজ্ঞ থাকব।)) বি.দ্র. উত্তর 5 মিটার হবে না. না. না.
শেয়ার করুন বন্ধুর সাথে
AKR

Call
এর জন্য আপনাকে পড়ন্ত বস্তুর সূত্র জানতে হবে।আমি সূত্রের সাহায্যে অংকটি করে দিচ্ছি।
১ম ক্ষেত্রে,
আদিবেগ,u=0 ms-1
অভিকর্ষজ ত্বরণ,g=9.8 ms-2
সময়,t=3 s
আমরা জানি,
v=u+at
বা,v=0+9.8*3
বা,v=29.4 ms-1
২য় ক্ষেত্রে,
h=(u+v)t/2
বা,h=vt/2
বা,h=(29.4*5)/2
বা,h=73.5 m
বস্তুটি 73.5 মিটার দুরত্ব অতিক্রম করবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই,আপনার প্রশ্নটিতে কখনোই মুক্তভাবে বস্তুটি পরবেনা।তাহলে কখনোই ৩ সেকেন্ডে ৩m দূরত্ব অতিক্রম করতনা।

মনে করি,বস্তুটির ত্বরণ=a.
১ম ক্ষেত্রে,t=৩s এবং h=৩m
আমরা জানি,h=ut+(১÷২)a*(t^২)                                  বা,৩=০+(০.৫*a*৯)                                    বা,a=৩÷(০.৫*৯)                                                           বা,a=০.৬৬৭ m/(s^২)
২য় ক্ষেত্রে,t=৫s ও a=০.৬৬৭  m/(s^২)                              আমরা জানি,h=ut+(১÷২)a(t^২)                         বা,h=০+(০.৫*০.৬৬৭*২৫)=৮.৩৩৭৫ m                              সুতরাং,বস্তুটি ৫ মিনিটে অতিক্রম করে ৮.৩৩৭৫ m.
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Meaning

Call


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ