আমার বয়স 21 বছর আমি এখন দ্বিতীয় বর্ষের ছাত্র । বাবা কলকাতায় নাটক কম্পানিতে তবলা বাজাতেন , এখন বাবার বয়স বেড়ে যাওয়াতে বাবা আর আগে মতো তবলা বাজাতে পারেন না । তাই তিনি নাটক কম্পানিতে কাজ করা ছেড়ে দেন । এখন সংসার চলে কোনো রকমে , সংসারের অবস্থা দেখে আমারও খুব খারাপ লাগে । তাই আমি মাঝে মধ্যে ভাবি পড়া শুনা ছেড়ে দিয়ে কিছু একটা করি যাতে করে আমিও সংসারের কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারি । আমাদের নিজস্ব দোকান ঘড় আছে যেগুলো এখন আপাতত ভাড়া দেওয়া আছে । তাই আমি ভাবি যে কিছু একটা নিয়ে দোকান করি !! কিন্তু আমি ভেবে কূল পাচ্ছি না যে আসলে আমি করিটা কি ? মানে এমন কিছু একটা করবো যাতে করে আমার দোকান পুরো জীবন ভর চলে যায় । ( ধরে নিন যে আমি এমন কিছু একটা নিয়ে ব‍্যাবসা বা দোকান দার করছি যেটা যাবত কিছু বছর চলার পর নতুন প্রযুক্তির দিনে এমন কিছু বেড় হলো যাতে করে আমার দোকান দার বা ব‍্যাবসার চলা চল প্রায় কমে যায় ) দয়া করে আমাকে বলবেন আমি কোন ব্যাবসায় বা দোকান এ নিজেকে উপস্থাপন করতে পারি ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Porimolray

Call

আপনি ফার্মেসী অথাৎ ঔষুধের দোকান দেন এতে ভালো ইনকাম হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ