সাধারণত ইউটিউবের ভিডিও embed করতে হলে share option থেকে embed এ click করে link-টা কপি করে নিলেই হয়ে যায়। পরে সেটাকে যে কোনো html code এর সাথে paste করে দিলেই চলে।


আমি যেটুকু বললাম, দয়া করে এই উত্তরটুকু কেও দিবেন না। কারণ, এটুকু আমি জানি।


এখন আমার প্রশ্ন হলোঃ

কীভাবে আমি YouTube থেকে একটা video embed করে web page এ ব্যবহার করতে পারি? যাতে-

  • Video টির headline সেখানে show না করে; এবং
  • Video র নিচে ডানপাশে YouTube এর হলোমার্ক না থাকে।

প্রথমটির জন্য more option এ গিয়ে embed করার সময় headline এর টিক মার্ক তুলে দিলেই headline আর show করে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের ওই হলোমার্ক তুলে দিলেই আবার headline চলে আসে।


এই headline এবং হলোমার্ক একসাথে তুলে দেওয়ার উপায় যদি কারো জানা থাকে, তাহলে দয়া করে জানাবেন। উল্লেখ্য যে, embed করার উপায় নিয়ে বাংলা এবং Enlish অনেক ভিডিও আমি ইউটিউব থেকে দেখেছি, কিন্তু কনো সমাধান পাইনি।


এ বিষয়ে এক্সপার্ট কোনো ব্যক্তির সহযোগিতা কামনা করছি।


Share with your friends
SChoolWab

Call
xxxxxx : আপনার ভিডিও এর আইডি
Talk Doctor Online in Bissoy App