এটা ঘারের রগের রক্ত চলাচলের সমস্যার কারনে হয়েছে। এটা হাই পেসারও কারনেও হতে পারে। মুভ স্পে ব্যবহার করতে পারেন কিন্তু মলন দিয়ে মেসাস করবেন না। বেশি বেশি ঠান্ডা পানি ঢালুন। ঘার নারতে সমস্যা হলে ঘারে টাওয়েস বা উরনা বাধতে পারেন। বেথার পরিমান বেশি হলে পেরাসিটামল বা নাপা এক্সট্রা খেতে পারেন। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা অনেক সময় হয় শুয়ে থাকার গতিকে আবার কিছু সময় আপনার বালিশের কারনেও হয়ে থাকে। আপনি একটা কাজ করে দেখতে পারেন তাহোল- আপনার বালিশটি ঘারে করে নিয়ে গিয়ে রোদে শুখাতে দিন দেখবেন ঘার ব্যাথা অনেকটা সেরে গেছে। যদি এসব করেও না হয় তবে ডাক্তারের পরামর্শ নিন। আশা করি এমনিতেই এমন ঘার ব্যাথা ভালো হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 হঠাৎ করেই ঘাড় ব্যথা, এটি খুব সাধারণ ও পুরাতন একটি সমস্যা কিন্তু খুবই কষ্টদায়ক। ঘাড় ব্যথার কারণে মাথাব্যথা হয়, ঘাড়ের আসে পাশে ফুলে যায়, জ্বালাপোড়া হয়, খাওয়ার সময় গিলতে সমস্যা হয়, ঘাড় ফুলে যায়। তবে ঘাড় ব্যথা হওয়ার কিছু কারণ রয়েছে যেমন- কোন রকম বিরতি ছাড়া ডেস্কে বসে দীর্ঘক্ষণ কাজ করা, ঘুমের সময় ঠিক ভাবে না ঘুমানো, এক্সারসাইজ করার সময় ঘাড় বেশি নাড়ানো ইত্যাদি। আরও কিছু কারণ হল- দেহে পুষ্টির ঘাটতি, ঘাড়ে আঘাত পাওয়া, নার্ভ কম্প্রেশন, সার্ভিকাল স্পনডায়লোসিস, ফিব্রমায়ালগিয়া ইত্যাদি। ঘাড় ব্যথার সমস্যা খুব বেশি হলে ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করাতে হবে। এছাড়াও ঘরোয়া উপায়েও ঘাড় ব্যথার সমস্যা সমাধান করতে পারবেন। বরফের প্যাক ঘাড় ব্যথা কমানোর জন্য বরফ খুব সাধারণ একটি সমাধান। বরফের ঠাণ্ডা টেম্পারেচার ঘাড় ব্যথার জ্বালাপোড়া রোধ করে এবং ব্যথা কমিয়ে দেয়। তাই ঘাড় ব্যথায় ব্যবহার করুন বরফ। ১। একটি প্লাস্টিক ব্যাগে বরফগুঁড়ো নিয়ে নিন। ২। বরফের প্লাস্টিক ব্যাগটি একটি পাতলা তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিন। ৩। তারপত আইস ব্যাগটি আপনার ঘাড়ে যেখানে ব্যথা করছে সেখানে ১৫ মিনিট রেখে দিন তবে মাঝে মাঝে নাড়াচাড়া করুন। ৪। এই উপায়টি দিনে ৩/৪ বার করুন ব্যথা কমে যাবে। হলুদ ব্যথা সারিয়ে তোলার জন্য হলুদের জুড়ি নেই। হলুদের ফাইটোকেমিক্যাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ঘাড় ব্যথা সারিয়ে তুলতে সহায়তা করে। এছাড়াও হলুদ দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা দ্রুত ব্যথা কমিয়ে দেয়। ১। এক গ্লাস দুধে ১ চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিন ২। ৫ মিনিট হলুদ মিশানো দুধ ফুটিয়ে নিন ৩। ফুটানো হলে এর সাথে এক চামচ মধু মিশিয়ে নিন এবং ঠাণ্ডা হতে দিন ৪। দিনে দুবার এই হলুদ মেশানো দুধ পান করুন ব্যথা পুরোপুরি না কমে যাওয়া পর্যন্ত।  তথ্যঃ top10homeremedies.com, Home Remedies for Neck Pain

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

আপনাকে মালিশ করতে হবে ডাইক্লোফেনাক জেল মালিশ করতে হবে এবং ফ্রেনজিট ট্যাবলেট ও সাথে গ্যাসের ট্যাবলেট খেলে আশাকরি সুস্থ্য হবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ