Call
হ্যা, জায়েয হবে।

→ব্যাখ্যা:- নখ, চুল ও শরীরে অন্যান্য অবাঞ্ছিত লোম পরিস্কার করা সুন্নত ৷ এর সাথে রোযা ভঙ্গের কোন সম্পর্ক নেই ৷ রোযা নষ্ট হওয়ার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে। সুতরাং রোযা অবস্থায় নখ চুল ও অন্যান্য লোম পরিস্কার করতে পারবেন ৷ এতে রোযার কোনো ক্ষতি হবে না ৷

-মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ৭৪৬৮৷ 
লেখক:- মুফতি মেরাজ তাহসীন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ