আমি ২মাস ১২ দিনের প্রেগন্যান্ট ছিলাম।আমি গত ৫ তারিখে ডি,এন,সি করিয়েছি। হাসপাতাল থেকে আমার যোনি তে কাচের মত কি যেন ঢুকিয়ে কিছুক্ষন পর আমাকে কিছু ওষুদ দিয়ে দিল। আর তখন থেকে আমার হাল্কা রক্তপাত হয়েছে । কিন্তু সকাল থেকে আর রক্তপাত হয় নাই। এখন সাদা সাদা পানির মত কি যেন বের হচ্ছে। তারা বলেছে এক থেকে দেড় মাসের ভিতরে মাসিক আসবে। কিন্তু এখনো আমার টেনশন হচ্ছে। এখন ও কি আমি প্রেগন্যান্ট থাকার কোন সম্ভাবনা আছে? প্লিজ দয়া করে বলেব?? আমার একাটা বান্ধুবি বলেছে যে মাসিক এর মত কয়েক দিন রক্তপাত হওয়ার কথা। কিন্তু আমার ১দিনেই রক্তপাত বন্ধ হলো কেন?? এতে কি প্রেগন্যান্ট থাকার সম্ভাবনা আছে??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না ডি এন সি করার পর প্রেগন্যান্ট থাকার সম্ভাবনা থাকে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ