আমার ইমুর সেটিংসে privacy option টা আছে।কিন্তু privacy টে ক্লিক করলে chrome অথবা browser দিয়ে খুলতে বলে।তারপর chrome অথবা browser e গেলে কিছু details লেখা থাকে। এখানের ই একজন উত্তরদাতা অন্য এক প্রশ্নের উত্তরে বলেছে যে privacy টে গিয়ে লাস্ট সিন অফ করা এবং অন্যান্য পারসনাল কাজ করা যায়।কিন্তু আমার ইমুতে তো এরকম কোনো কিছু নেই।এমন কেন? আর এই সমস্যা সমাধানে কি নতুন কোনো ইমু ডাউনলোড করতে হবে বা ইমুর সেটিংসে কোনো কাজ করতে হবে?? দয়া করে বলে দিন।
Share with your friends
Call

আপনি যে বিষয়টি বললেন ইমো থেকে Privacy তে ক্লিক করলে ব্রাউজার চাই কিন্তু এমনটি নয় প্রাইভেসিতে ক্লিক করলে কোন ব্রাউজার চাই না। আপনি ইমো অ্যাপসটি আপডেট করে একবার চেষ্টা করেন।সমস্যা হলে স্কিনশটসহ মন্তব্য করবেন। 

Talk Doctor Online in Bissoy App