HSC তে কি শুধু মাত্র roll number search দিয়ে আমি MCQ কোন sub এ কত পেয়েছি এটা কি কেউ দেখতে পারবে?? আমাকে আগামী কাল একজন আমার কাছ থেকে Roll number নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার না নয়ে শুধু মাত্র roll নাম্বার নিয়ে ami bangla তে 14 পেয়েছি এবং ICT mcq তে 7 পেয়েছি বললো। বাংলার ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা কি আসলেই দেখা যায়?? প্লিজ যারা অভিজ্ঞ সাহায্য করবেন।
Share with your friends
Call
দুঃখিত ,শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্টের বিস্তারিত অর্থাৎ কোন বিষয়ে কত পেয়েছেন বের করতে পারবেন না ।

রেজাল্টের বিস্তারিত অর্থাৎ কোন বিষয়ে  কত পেয়েছেন তা বের করতে আপনার রোল ও রেজিস্টেশন নাম্বার দুটোই লাগবে।

যে আপনাকে বলেছে আপনি বাংলায় ১৪ ও আইসিটি তে ৭ পেয়েছেন তিনি হয়তো ভুল বলেছে। 
Talk Doctor Online in Bissoy App

রেজিস্ট্রেশন ছাড়া এটা কেউ দেখতে পারবে না। হয়ত এ ভুল বলেছে। আপনার পুর্ণাঙ নাম্বার সহ মার্কশিট লাগলে রোল,বোর্ড আর রেজিস্ট্রেশন নং দিন। ২ মিনিট এর মধ্যে আপনার সব বিষয়ের নং জানাচ্ছি। ★note. hsc ২০১৮ এর ফলাফল এখনো দেয় নি।

Talk Doctor Online in Bissoy App