তাহলে তুমি টিচার সিগনেচারের জায়গায় কেটে লিখে দিতে পারতে।আর তাছাড়া ওগুলো সবসময় ভেলুএ্যাবল নয়।যখন কারো খাতা পাওয়া জায়না তখন  দেখা হয়।যে পরিক্ষায় উপস্থিত ছিল কিনা।আর নইলে এগুলো বোর্ডে বস্তায় ভরে রেখে দেয়া হয়।আমি যখন পরিক্ষা দিয়েছি তখন আমার পিছনে যে ছিল সল ভুল করে আমার হিসাব বিঞান এর জায়গায় ওও সংগঠন পরিক্ষার এম,সি,কিউ ও খাতার সিরিয়াল নাম্বার তুলে দিয়েছিল।পরে আমি ওর ননাম কেটে ঐ জায়গায় ওর ছোট করে স্বাক্ষর করি আর স্যার এর সাক্ষর এর জায়গায় এমসিকিউ ও খাতার নাম্বার উঠিয়ে দিয়েছি।আর স্যার পাশে খালি জায়গায় স্বাক্ষর করে দিয়েছে।আমার রেজাল্ট তো পাশ আসছে।

Talk Doctor Online in Bissoy App
Call

এটা নির্ভর করবে যে খাতা দেখে তার উপর। আপনার খাতাকে ইচ্ছা করলে ফেলো দিতে পারে।

Talk Doctor Online in Bissoy App

এটা কোন মেজর প্রব্লেম না।দুঃচিন্তা মক্ত থাকুন।তারা যখন আপনার ডাটা এন্টি করবে তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে।যখন কোন খাতা খুজে পাওয়া যায় না তখন তারা চেক দেয় আসলে সে পরিক্ষা দিয়েছে কি না।সমস্যা নাই।

Talk Doctor Online in Bissoy App
talukdernbt

Call

আপনার খাতা হারিয়ে গেলে সিগনেচার সিটে প্রদত্ত নম্বর গুরুত্ব বহন করবে। আশা করছি আপনার উত্তরপত্র সহিসালামত থাকবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। 

Talk Doctor Online in Bissoy App