কষ্টিকাম:  চক্ষুর পীড়া, ছানিতে প্রথম অবস্থায়, কর্ণর পীড়া: কানের ভিতর ঝোঁ ঝোঁ, শোঁ শোঁ, ঠুণ ঠুণ, টুং টুং শব্দ,  মুখের পীড়া:বাতজনিত মুখমন্ডলের পক্ষাঘাত, দন্তের পীড়া: মাঢ়ী ফোলে, মাঢ়ী হইতে সহজে রক্তপড়ে, গলনালীর পীড়া ও কাশি: গলার ভিতর বেদনা, টাটানিভাব এবং জ্বালা। গলায় সুড়সুড় করে,গলায় ব্যথা থাকে, কাশির ধমকে অনেক সময় অসাড়ে প্রস্রাব বের হয়।   স্বরভঙ্গ,  বাত,  কোষ্ঠবদ্ধতা,  মূত্রযন্ত্রেরপীড়া,  আচিল,  কলিক ও ঋতুশূল বেদনা,  সবিরাম জ্বর ইত্যাদি।  আর্জেন্ট নাইট:  মাথাধরা ও মাথাঘোরা: মাথাধরার সহিত মাথাঘোরা, কোন উচ্চ বাড়ীর দিকি তাকাইলে মাথা ঘুরিয়া যায়, রোগী মনে করে তাহার মাথাটি যেন বড় হয়ে গিয়েছে।  চক্ষুর পীড়া: চক্ষু উঠিয়া তাহাতে পুঁযের মত পিচুটি বের হয়।  পাকস্থলীর পীড়া: পেট বায়ুতে পরিপূর্ণ হয় ও ফুলিয়া উঠে।   গলনালীরপীড়া,  কটিবেদনা, ধ্বজভঙ্গ,  শ্বেতপ্রদর,  প্রস্রাবের পীড়া,  উদরাময় ও শিশু কলেরা,  ক্ষত রোগে ফলপ্রত।

Talk Doctor Online in Bissoy App