শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই বিস্তারিতভাবে বলা সম্ভব না। তাও যতটুকু সম্ভব বলছি। আগেই জেনে নিন, শতাব্দির এই কুখ্যাত কাফেরের পরিচয়। কাদিয়ান একটি গ্রামের নাম। ভারতের সীমান্ত এলাকার পাঞ্জাব প্রদেশের একটি জেলার নাম গুরুদাসপুর। উক্ত জেলায় একটি গ্রামের নাম কাদিয়ান(১৮৩৫-১৯০৮) ।ওখানেই জন্ম গ্রহণ করেন গোলাম আহমেদ কাদিয়ানী। ১৯০১ সালে নিজেকে নবী দাবী করেছিল। কাদিয়ানী মতবাদের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী তিনি পরবর্তিতে তার গ্রামের নামেই প্রসিদ্ধ লাভ করে। তার অনুসারিরা সারা বিশ্বে কাদিয়ানী নামে পরিচিত। বিশিষ্ট উলামায়ে কেরাম তাদের কথিত ভন্ড নবীর ধর্মকে কাদিয়ানী ধর্ম বলে আখ্যায়িত করেছেন। যেহেতু কাদিয়ানী ধর্মমতের প্রতিষ্ঠাতা মির্যা গোলা আহমেদ ছিল কাদিয়ান নামক গ্রামের অধিবাসী। যদিও লোকটি ইতিপূর্বে নিজেকে কখনো ঈসা মাসীহ হবার,কখনো বা ইমাম মাহদি ইত্যাদি হবার দাবি করেছিল। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী ১৮৮ সালে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিভিন্ন বিষয়ে ইলহাম নাযিল হয় বলে নিজেকে মুজাদ্দেদ দাবী করে এবং নতুন ধর্মের সূচনা করে। বাকিটুকু মন্তব্যে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ