শব্দটা ইফফিম নয়; ইফরিত। এটা জিন স্প্রদায়ের একটি শ্রেণীর নাম। এদের এমন শক্তি আছে যা অন্য কোনো শ্রেণীর নেই। এরা গভীর জ্ঞানের অধিকারী। সংবাদ সংগ্রহ, নির্মাণ, চুরি, মানুষের অসাধ্য কর্ম সম্পাদন ইত্যাদি কাজে তারা পারঙ্গম। তাদের বিচার ব্যবস্থা, রাজত্ব ও সেবক বাহিনী রয়েছে। এরা যত বৃদ্ধ হবে তত তাদের রাজত্ব ও সেবক বাহিনীর সংখ্যা বৃদ্ধি পাবে। এর মধ্য হতে যারা মুমিন তারা তাদের অধীনস্তদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। কাফের ইফরিতগণ তাদের অধীনস্তদেরকে শিরক, ফেতনা, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে।


http://djemaa.yoo7.com/t119-topic

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ