যদি না হয় তবে অজুর কি ক্ষতি হবার সম্ভাবনা আছে একটু ক্লিয়ার করবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

না এমতাবস্থায় অযুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

অযু ভাঙ্গার কারন নিচে দেওয়া হলো :

১/ পায়খানা-পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।

২/ মুখ ভরে বমি হওয়া।

৩/ শরীরের ক্ষতস্থান হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

৪/ থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

৫/ চিৎ, কাৎ বা হেলান দিয়ে ঘুম যাওয়া।

৬/ পাগল, মাতাল বা অচেতন হওয়া।

৭/ নামাযে উচ্চ আওয়াজে হাসা।

(তথ্য সূত্র )


এছাড়াও আরো একটি উল্লেখযোগ্য কারন হচ্ছে নারী ও পুরুষদের গুপ্তাঙ্গ কোনো অন্তরায় ব্যতিত একত্রিত হলে; বীর্যপাত হোক আর না হোক ওজু নষ্ট হবে।

ওজুর মাকরূ হওয়ার কিছু কারন :

 ১/ প্রয়োজনের বেশি পানি ব্যয় করা।

২/ প্রয়োজনের চেয়ে কম পানি ব্যয় করা।

৩/ মুখমণ্ডলে এমনভাবে পানি নিক্ষেপ করা যে, পানির ছিঁটা অন্যত্র পড়ে।

৪/ ওজুর সময় অপ্রয়োজনীয় কথা-বার্তা বলা।ঙ. ওজুর সময় বিনা ওজরে অন্যের সাহায্য নেয়া।

৫/ নতুন পানি নিয়ে তিনবার মোথা মাসেহ করা।

তথ্য সূত্র : (jagonews24.com)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FSShakil

Call

না এ অবস্থায় তার ওযু যাবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না এই ক্ষেত্রে অজু ভাঙ্গবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ওযু ভঙ্গের ৭ টি কারণ আছে সেই ৭ টি কারণ ব্যাতিত কোন কারণে ওযু ভাঙ্গে না / নষ্ট হয় না,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ