আসসালামু আলাইকুম। আমি কুরআন শরীফ পড়তে পারি না , আরবি ও পড়তে পারি না , কিন্তু খুব শীঘ্রয় শিখব , কিন্তু আমি ৫ ওয়াক্ত নামাজ ধরেছি, আমার কি সালাত হবে ??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যা৷ নামায হবে৷ কিন্তু আপনার জন্য খুব দ্রুত কুরআন শিক্ষা করা জরুরী৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাজে যদি সুন্নতে মুয়াক্কাদা ছুটে যায় তাহলে-ও নামাজ হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ হবেনা। আর এই ওয়াজিব হল সুরা কেরাত। তাই ভাইয়া আপনার নামাজ হবেনা। তবে চেষ্টায় থাকুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নামাজ আদায় করা এবং কোরআন পাঠ করা সম্পূর্ণ আলাদা দুটি ইবাদত । 

মহান আল্লাহ কোরআন শরীফ নাযীল করেছেন মানুষ ও জীন 

জাতির পথ নির্দেশ দেখানোর জন্য । 

কোরআন পড়তে না পারলে নামাজ আদায় হবেনা এমনটা ভাবা সমীচীন না । অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে ।

তবে নামাজ কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে মহান আল্লাহ তায়ালার উপর । মহান আল্লাহ যার উপর রাজি এবং খুশি থাকবেন তার ইবাদতই কবুল করবেন । কোরআন পড়তে না পারলে নামাজ কবুল হবে না, আবার পড়তে পারলে কবুল হবে এমনটা কোন যুক্তি সংগত কথা নয় ।

কিন্তু একজন প্রকৃত মুসলিম হিসেবে সঠিক এবং শুদ্ধ ভাবে কোরআন শেখা আমাদের সকলের কর্তব্য । আপনি সঠিক ভাবে কোরআন শিখলে নামাজে সূরা ভুল হবার সম্ভাবনা কমে যাবে । এছাড়াও আপনি কোরআন পড়ে অনেক নেকী অর্জন সহ ইহকাল এবং পরকাল সম্পর্কে সঠিক ধারণা পাবেন । (অবশ্যই অর্থ বুঝে পড়তে হবে) ।

আল্লাহ আপনার ইচ্ছেকে কবুল করুক এবং দ্রুত কোরআন পাক শেখার তৌফিক দান করুক ।।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আলহামদুলিল্লাহ। আপনি কুরআন না পারলেও সালাত আদায় করা শুরু করেছেন।

আপনি জানেন কি নামাজে ১৩ ফরজ আছে।আর এই তের ফরজ হতে যেকোন একটি বাদ গেলে নামাজ হবে না।এই ১৩ ফরজের একটি হলো কেরাত পড়া।আর আপনি যদি কেরাত না পড়েন,তবে নামাজ হবে না।কিন্তু আপনি যদি জামাতে নামাজ পড়েন শুধু ফরজ নামাজ হবে।আর নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি হলো এমন কিরাত পড়া যাতে কুরআনের অর্থ পাল্টে যায়।আর যেহেতু আপনি কুরআন পড়তে পারেন না সেহেতু সাধারণ যে সূরা গুলো মুখস্থ , এই সূরা গুলো ভুল হলে শোধরাতে পারেন না।তাহলে আপনার নামাজে অর্থ পাল্টে যায়।সুতরাং আপনার নামাজ হবে না।কিন্তু আপনি জামাতে যে নামাজ পড়েন,তা হবে।আর সবই আল্লাহর ইচ্ছা।

ধন্যবাদ।

সূত্র:রাহে নাজাত ও বেহেশতী জেওর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কুরআন শিক্ষা আমাদের সবার জন্য দরকার, এখন নামাজ পড়ার কুরআন না শিখলে নামাজ হবে না এমনটা কোথাও পাওয়া যায়নি।  তবে নামাজ পড়ার জন্য কমপক্ষে ৪ টা সুরা অবশ্যই মুখস্থ রাখা দরকার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নামাজে কিরাত পড়া আবশ্যক। এবং সেটা সহীহ শুদ্ধ হওয়াও আবশ্যক। এখন প্রশ্ন হলো, যারা কিরাত পড়তে পারে না কিংবা শুদ্ধ পড়তে পারে না তাদের নামাজ কি হবে না ? উত্তর হলো, যারা একেবারেই কুরআন পড়তে পারে না তাদের নামাজ ও আদায় হবে। তারা কিরাতের জায়গায় তাসবীহ তাহলীল পাঠ করবে। তদ্রূপ যারা শুদ্ধ করে কুরআন পড়তে পারে না তাদেরটাও বিশুদ্ধ হবে। এদেরকে শরয়ী পরিভাষায় মাজুর তথা উজরগ্রস্থ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তাদের কুরআন শেখা ও শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। নতুবা তারা গুনাহগার হবে। আর যারা শুদ্ধ করে কিরাত পড়তে পারে না তারা শুদ্ধপাঠকারী ব্যক্তিদের ইমাম হতে যাবে না। এতে ইমাম মুসল্লী সকলের নামাজ নষ্ট হয়ে যাবে। সারকথা স্বাভাবিক ক্ষেত্রে নামাজে কিরাত আবশ্যক। কিরাত পাঠে সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি কিরাত না পড়ে তাহলে নামাজ হবে না। আপনার জন্য করণীয় হলো, আপাতত নামাজ পড়তে থাকুন এবং কুরআন শেখার জন্য আপ্রাণ চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ