হাসপাতালে চার দিন থাকার পর সুস্হ হয়ে বারি ফেরে৷ ডাক্তার বলেছিল পরে এক সম এনজিওগ্রাম করতে৷ এখন সে অনেকটাই সুস্হ৷ সে চাচ্ছে এনজিওগ্রাম না করতে৷ কারন করার পর যদি রিং পরানোর ভয়৷ সে বলতেছে না করলেও আল্লাহর মেহেরবানিতে কিছু হবেনা৷ এখন আমি বুঝতেছিনা কি করব৷ আমাকে ভাল পরামর্শ দেন৷
শবে কদরে আমল সবাই করতে পারবে নামাজও পরতে পারবে৷ তবে 4 ব্যাক্তিকে ঐ রাত্রেও ক্ষমা করা হয়না৷ 1, শরাব পান কারী৷ ২, পিতা মাতার অবাধ্য সন্তান৷ ৩,আত্বীয়তী ছিন্ন কারী৷ ৪,হিংসাকারী৷
কারন বিধর্মীরা নাকি হুজুর সঃ কে অবমাননা করে একটা ছবি তৈরী করেছে৷ এবং তারা তা ব্লক করে দিবেনা৷ যদি আমরা ব্যাবহার থেকে বিরত থাকি৷ তাহলে তাদের অনেক অর্থ ও পরিকল্পনা নষ্ট হয়ে যাবে৷ কথাটা কতটুকু যথার্ৎ৷ বিস্তারিত বলুন৷