শেয়ার করুন বন্ধুর সাথে

ভাই মসজিদ হলো আল্লার ঘর ।আর বাড়িতে তেমন ভাবে নামাজ হবে না ।পুরুষ মানুষের জন্য বাড়িতে নামাজ পড়া নিষেধ ।মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
IMahbub

Call

একই । জামাআতে নামাজ পড়লেই হলো, তাতেই ২৭ গুন সওয়াব ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাসায় জামাত ও মসজিদের জামাতের বধ্যে পার্থক্য হলো= মসসিদে যেতে হাটতে হয় ও প্রতি কদমে সওয়াব পাওয়া যায়। বাসায় তো হাটা হয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাসায় নামাজ পড়লেও নামাজ আদায় হয়।তবে বাসায় নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যায়,তার থেকে ২৭ গুণ সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
msemon

Call

বাসায় যেভাবেই নামাজ আদায় করেন না কেন , একই সওয়াব পাবেন। কিন্তু মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামায আদায় করার চাইতে ২৭ গুণ বেশি সওয়াব পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি জামাতে নামাজ পরেন তবে আপনি মসজিদ এ জামাতে নামাজ পরার সওয়াব পাবেন।চাই বাড়িতে-খোলা মাঠে-বাড়ির ছাদে ;সওয়াব একই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মসজিদে জামাতে নামাজ আদায়ের সওয়াব সম্পর্কে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘জামাতে নামাজ পড়ার ফজিলত একা পড়ার চেয়ে ২৭ গুণ বেশি।’ -সহিহ বোখারি ও মুসলিম হজরত রাসূলুল্লাহ (সা.) হাদিসে আরও বলেছেন, ‘একজন লোক ঘরে নামাজ পড়লে একটি নেকি পান, তিনি ওয়াক্তিয়া মসজিদে পড়লে ২৫ গুণ, জুমা মসজিদে পড়লে ৫০০ গুণ, মসজিদে আকসায় পড়লে ৫০ হাজার গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে পড়লে ৫০ হাজার গুণ এবং মসজিদুল হারাম বা কাবার ঘরে পড়লে এক লাখ গুণ সওয়াব পাবেন।’ -ইবনে মাজা ও মিশকাত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পারথক্য হল যে 1--মসজিদে গেলে প্রতি কদমে ছাওয়াব লেখা হয়৷ 2--এতেকাফের ছাওয়াব পাওয়া যায়৷ 3-- মসজিদে লোক সংখা বেশি হয় ফলে ছাওয়াবও বেশি৷ 4-- জামাত কায়েমের দ্বারা অব্যাহত থাকে৷ 5-- মুসুল্লির দেখা দেখি অনেকে মসজিদে যায়৷ 6-- মসজিদে গেলে কষ্ট বেশি ফলে ছাওয়াব ও বেশি৷ এছারা আরো অনেক দিকদিয়ে ছাওয়াব বেশি পাওয়া যায়৷ যা বাসায় জামাত করলে হয়না৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাসায় জামাতে নামাজ পড়লে একাকী নামাজের চেয়ে ২৫ গুণ বেশী সওয়াব পাবেন।আর মহল্লার মসজিদে নামাজ পড়লে ২৭ গুণ সওয়াব পাবেন।এবং জুম্মামসজিদে নামাজ পড়লে ৫০০ গুণ সওয়াব পাবেন।(বে:জে:)তাহলে আপনার নামাজ মসজিদে পড়াই উত্তম।তবে বিভিন্ন হাদিসে ভিন্ন ফজিলত এসেছে।আর রোজার সময় তা ৭০ গুণ বেড়ে যায়। সুবহানআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি বাড়িতে পড়েন বা মসজিদে পড়েন জামাতে ছওয়াব দুনো জায়গায় এক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ