আমি বলতে গেলে একে বাড়েই সবার কাছে সস্তা হয়ে গেছি আড্ডায় , কোচিংএ,স্কুলে কেউ আমাকে পাত্তা দেয় না। এমন কি  আমার ফ্রেন্ডরাও আমাকে দাম দেয় না আমার কোন মতামত তারা গ্রহণ করে না। এখন কি করব?
Share with your friends
Call

সবার জীবনে কোনো না কোনো সময় এরকম একটা পরিস্থিতি আসে যখন তার মনে হয় যে তার কোনো দাম নেই। তাকে কেউ পছন্দ করে না।  এরকম মনের করার আসলে কোনো কারণ নেই। আপনার দৃষ্টিকোণ থেকে আপনার এরকম মনে হলেও আসলে হঠাৎ করে কাউকে ইগ্নোর করা তাও সবাই মিলে সম্ভব নয়।  আপনি এর জন্য নিয়মিত সবার সাথে কথা বলুন। হাসিখুশি ভঙ্গিতে, স্বাভাবিকভাবে আড্ডা দিন। সবাইকে সাহায্য করুন। কোনো প্রকার ঝামেলা করবেন না।  তারপরও যদি মনে হয় সবাই আপনাকে ইগ্নোর করছে তাহলে বুঝতে হবে কোনো ঝামেলা আছে। হয়তো আপনি এমন কিছু করে বসেছেন যা সমাজে পছন্দনীয় নয়। সেটা খুলাখুলি আলোচনা করাটাই ঠিক হবে।

Talk Doctor Online in Bissoy App