Porimolroy

Call

*আপনি ফোনে পর্ন রাখবেন না *MB কিনবেন না কারন এমবি থাকলে একটু পর্ন সাইটে ঘুরে আসতে মন চাইবে *আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে মনকে কোন অবশন দিবেন না...হস্তমৈথুন করব নাকি করব না ? হস্তমৈথুন খুব খারাপ মনকে বুঝান *বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিন বা নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন *ধর্মে মনোনিবেশ করুন ** আশা রাখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
পর্ন দেখার কারনেই অধিকাংশ মানুষ উওেজিত হয়ে উঠেন এবং বীর্যপাত ঘটান তাই আগে আপনি পর্ন দেখা বাদ দিতে হবে এবং উওেজিত হয়ে উঠলে শারীরিক ব্যায়াম করুন এবং ঐ ধরনের চিন্তা ভাবনা পরিহার করুন। সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করুন। এবং বন্ধুদের সাথে ঘুরাফেরা করুন পরিবারের লোকদের কে সময় দিন এবং পর্ন সাইট গুলোতে ভিজিট করবেন না উওেজিত কোন ভিডিও দেখবেন না তাহলে আপনি হস্তমৈথুন থেকে রক্ষা পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করুন যে আমি পর্ণ দেখব না। আর যে কোন খারাপ চিন্তা থেকে দূরে থাকুন।ইসলাম ধর্ম গ্রহন করে যদি ইসলামি আইন মেনে চলতেন তাহলে আরও ভালো হত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

◆হস্তমৈথুন বা স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় (ছেলে-মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য):
১★প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পর সূরা তওবার শেষ দুই আয়াত পড়ে শরীরে ফুঁক দিতে হবে
(ইহা একটি পরীক্ষিত আমল)।
২★কোনো কারনে লিঙ্গ উত্তেজিত হলে হাত বা অন্য কোনো বস্তু দ্বারা স্পর্শ করা যাবে না।
৩★বাজে চিন্তা-ভাবনা, মন্তব্য, কথা-বার্তা বা সঙ্গ পরিত্যাগ করতে হবে।
৪★'বাংলা চটি গল্প' পড়া থেকে বিরত থাকতে হবে।
৫★অশ্লীল ইমেজ, মুভি বা ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে।
৬★ফেইসবুক, টুইটার বা অন্য কোথাও অশ্লীল কিছু চোখে পড়লে নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হবে।
৭★বেগানা পুরুষ বা বেগানা নারীর দিকে তাকানো যাবে না।
৮★অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না।
৯★উলঙ্গ হয়ে গোসল করা যাবে না।
১০★শরীর ও মন পবিত্র রাখা প্রয়োজন।
১১★চিত্‍ হয়ে শোয়া যাবে না, ডান দিকে কাত হয়ে শুতে হবে।
১২★সর্বদা আল্লাহ্'র প্রতি ভয় রাখতে হবে।
১৩★নাচ-গান বা রঙ-তামাশা থেকে বিরত থাকতে হবে।
১৪★সবসময় 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লাহ্ বিল্লাহ্' পাঠ করতে হবে।
১৫★সর্বোপরি যেহেতু এটি একটি হারাম কাজ, তাই এটি থেকে বাঁচার ইচ্ছাশক্তি দৃঢ় করতে হবে। তবেই হারাম থেকে বাঁচতে আল্লাহ্ সাহায্য করবে।
১৬★আল্লাহ্ আমাদের সহায় হোন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ