Porimolroy

Call

প্রাকৃতিক ভাবে গ্যাস্টিক প্রতিরোধের উপায়; মুলত বুক যখন জ্বালা পোড়া করবে তখন- **কয়েকটা তুলসি পাতা চিবাতে পারেন এতে দু-তিন মিনিটেই উপকার বুঝতে পারবেন। **এক খন্ড আদা চিবাতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রচুর পরিমাণে পানি পান করুন। পুদিনা পাতাঃ- পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন। গুড়ঃ-গুড় আপনার বুক জ্বালাপোড়া এবং এসিডিটি থেকে মুক্তি দিতে পারে। যখন বুক জ্বালাপোড়া করবে সাথে সাথে একটুকরো গুড় মুখে নিয়ে রাখুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। তবে ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ। জিরাঃ- এক চা চামচ জিরা ভেঁজে গুড়া করে নিন। এই গুড়াটি একগ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। এতে অনেকটাই সমাধান পাবেন আপনি। লং:- আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য। দুইটি লং মুখে নিয়ে চিবালে এর রস অনেকটা উপকারে আসতে পারে আপনার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি গ্যাস্ট্রিক এর ঔষধ বাদে অমিডন ট্যাবলেট খেতে পারেন। এতেও ভালো কাজ দিবে।আর যদি প্রাকৃতিক ঔষুধ চান তবে প্রচুর পানি খাবেন ও ভাজা পোড়া খাবেন না।ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ