আমার জানামতে হস্তমৈথুন এর অভ্যাস থাকলে এমন হয়। 

আপনার যদি এই বদঅভ্যাস থেকে থাকে তাহলে ত্যাগ করতে হবে। এবং বেশি, বেশি পানি পান করতে হবে।

একটু সময় নেবে ঠিক হতে তবে ঠিক হবে ইনশাল্লাহ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
নিকটস্থ জেলা সদর অথবা মেডিকেল কলেজ হাসপাতালে

ইউরোলজি'র ডাক্তার দেখান। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই সমস্যাটি অনেকের হয়।তাই আপনাকে প্রসাব করার পর অনেক্ষণ টিস্যু করতে হবে।এর ফলে আপনার বাকি প্রসাব বের হয়ে যাবে।নামাজ ও কুরআন পড়ার সময় এ বিষয়টি মনে করবেন না।এতেও যদি সমস্যা থেকে যায় তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রসাবের রাস্তা এমনভাবে তৈরী করা যে, প্রসাব করার পরও সামান‍্য কিছু প্রসাব ভেতরে থেকে যায়। প্রসাব করার সাথে সাথেই যদি আপনি প্রসাবের রাস্তা ধুয়ে উঠে যান, তাহলে আপনার পরবর্তীতে সামান‍্য প্রসাব ঝরার কারনে নামাজ পড়া ও কুরআন তিলাওয়াত করতে অসুবিধা হতে পারে। এই সমস‍্যা দূর করার জন‍্য প্রসাব করার পর আপনাকে ঢিলা কুলূখ বা টিস‍্যু ব‍্যবহার করতে হবে। তারপর ইসলামের ভাষায় ৮০ কদম হাঁটতে হবে অথবা কমপক্ষে ২-৩ মিনিট দাঁড়িয়ে বা বসে থেকে ভেতরের বাকি সামান‍্যকিছু প্রসাব বের করে দিতে হবে। এভাবে করলে আপনার সুন্নাতও আদায় হবে, আবার সমস‍্যাও দূর হবে। এরপর অযু করে নিশ্চিন্তে নামাজ বা কুরআন তিলাওয়াত করতে পারবেন।

ধন‍্যবাদ আপনাকে।
https://www.bissoy.com/770820/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ