Call

আপনি যদি ন্যাগেটিভ ধরেন তাহলে শক খাবেন । আর যদি পজেটিভ ধরেন তাহলে ১০০% শক খাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিদ্যুতে তার না, এটা হবে বৈদ্যুতিক তার, তো, যাই হোক আপনি বৈদ্যুতিক তার অবশ্য ধরতে পারবেন, যদি সেটা ত্রুটি পূর্ণ না থাকে।যদি তারটি পুরাতন হয়ে ত্রুটি পূর্ণ হয়ে যায় তাহলে আপনি কোন মতেই সেই তার ধরতে পারবেন না। যদি আপনি ত্রুটি পূর্ণ তারটি ধরতে চান তাহলে আপনার প্রয়োজন হবে রাবারের হাত মোজা। (বিঃদ্রঃ খালি পায়ে থাকলে প্রতিক্রিয়া হবে) ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সাধারনত কারেন্ট প্রবাহর হরের উপর নির্ভর করে সক করবে কি করবে না।
যদিও অল্প ভোল্টেজ থেকে অধিক ভোল্টেজ ক্ষতি কর কিন্ত কারেন্ট প্রবাহই মুল বিষয় এখানে ভোল্টেজ ৫০ থেকে ৪০ হলেও হবে । কিন্ত কারেন্ট প্রবাহর জন্য আপনার শরির কন্ডাক্টর হতে হবে, অর্থত আপনার শরিরের দুইটি পয়েন্ট দ্বারা কারেন্ট প্রবাহ হতে হবে। কতটুকু কারেন্ট প্রবাহ হলে কতটুকু সক করবে তার একটি ছিক নিচে দিলাম।


  • 1 milliamp  শুধু ব্যাথা অনুভব হবে।
  • 5 milliamps     সামান্য শক অনুভূত হবে, বিরক্তিকর, কিন্তু বেদনাদায়ক নয় বেশিরভাগ লোকই সইতে পারেন, তবে অনেক সময় প্রবাহ হলে সমস্যা হতে পারে।
  • 6-25 milliamps (women)†
  • 9-30 milliamps (men)  বেদনাদায়ক শক পেশী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই পরিসীমা আপনাকে ফ্রীজিং করা শুরু করবে। এটা সইতে পারবেন না।
  • 50-150 milliamps  অত্যন্ত বেদনাদায়ক শক, শ্বাসরোধী (শ্বাস বন্ধ), তীব্র পেশী সংকোচন।  মৃত্যু সম্ভব।
  • 1,000-4,300 milliamps (1-4.3 amps)  হার্ট পাম্পিং বন্ধ হবে। স্নায়ু ক্ষতি ঘটে। মৃত্যু সম্ভবত।
  • 10,000 milliamps (10 amps)  গুরুতর পোড়া ঘটবে। মৃত্যু সম্ভাব্য।
ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট প্রবাহ কিছুটা কম হতে পারে।


ধন্যবাদ।

বানাবে ভুল হলে ক্ষমা করবেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ