Call

বলা যায়। আসলে হিমুকে একটা অদ্ভুত চরিত্র হিসেবে দেখানো হয়। একটা উদাহরণ দেই। 

একবার হিমুকে হাজতে নেয়ি হল। অনেক মশা। তো হিমু জিভ বের করে পরীক্ষা করছে মশা সেখানে বসে কিনা বা কামড় দেয় কিনা। 

আবার তাকে রিমান্ডে নিয়ে প্রশ্ন করার সময় উত্তর শুনে পুলিশ অফিসার Senseless হয়ে গেলেন। 

এরকম নানা বিচিত্র ঘটনায় ভরপুর থাকে হিমুর গল্পগুলো। 

পড়ে দেখুন। আশা করি ভাল লাগবে। ধন্যবাদ।

https://play.google.com/store/apps/details?id=com.wasifaapps.wasifahimucollection
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি "হিমু সমগ্র " বইটা কিনতে পারেন।  তবে উপদেশ রইল হিমু বইটা পড়ে হিমুর মতো হওয়ার চেষ্টা করবেন না।  বাস্তবতার সাথে এর খুব কমই মিল রয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ