মেন্স শেষ হওয়ার পর যে কোনো সময় সবসময় sex করলে কি pregnant হওয়ার সম্ভবনা তাকে? দয়া করে উত্তরটা দিবেন please
Share with your friends

মাসিক এর ১সপ্তাহ আগে এবং পরে এই দিন গুলা নিরাপদ। আর বাকী দিন গুলা অনিরাপদ! ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App
Call

ঋতুচক্রের ৯ম দিনের আগের ও ২০শ দিনের পরেকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় যৌনমিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্বাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয় না। কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে, মাসিক চক্রের যে কোনওদিন (তথাকথিত ঐ নিরাপদ সময়ের দিনগুলিসহ) মাত্র একবারের যৌনমিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোন সময়ই ডিম্বকোষ বের হতে পারে। তাই এই হিসাবে একদম নিরাপদ সময় বলে কিছু নেই,যৌন মিলন করলেও সাবধানতা অবলম্বন করতে হবে।।

Talk Doctor Online in Bissoy App

মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে ৭ দিনের মধ্যে সেক্স করা নিরাপদ। ৭দিন পরে সেক্স করা অনিরাপদ (মাসিক এর সময় সেক্স করা শরিয়ত সম্মত নয়) এবং মাসিক শুরু হওয়ার ৭দিন আগে সেক্স করা নিরাপদ। আশা করি বুঝাতে পেরেছি।

Talk Doctor Online in Bissoy App

শুরু থেকে ১০ দিন ও শেষের 9 দিন নিরাপদ। মাঝের 9 দিন নিরাপদ নয়।

Talk Doctor Online in Bissoy App