শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এই পাঁচটি শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় তার উপর সাওম পালন করা ওয়াজিব। প্রথমত : যদি সে মুসলিম হয়। দ্বিতীয়ত : যদি সে মুকাল্লাফ (যার উপর শারী‘আতের বিধি-বিধান প্রযোজ্য) হয়। তৃতীয়ত : যদি সে সাওম পালন করতে সক্ষম হয়। চতুর্থত : যদি সে অবস্থানকারী (মুকিম) হয়। পঞ্চমত : যদি সাওম পালনে বাধাদানকারী বিষয়সমূহ তার মধ্যে না পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ