জানা না থাকলে কেউ উত্তর দিবেন না.
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উভয় শব্দ একই এবং উভয়ের অর্থই রোযা। তবে, আরবি নিয়মানুযায়ী এখানে প্রথম শব্দটি অশুদ্ধভাবে পড়া হয়। আর, দ্বিতীয় শব্দ শুদ্ধ করে পড়া হয়, এ জন্য ভিন্ন দেখা যাচ্ছে।



এছাড়া,  এরকম অনেক শব্দ সমাজে প্রচলিত  আছে। যেমনঃ অযু/ অদু, রমযান/ রমদান, ক্বদর কিন্তু এগুলো মূলত যথাক্রমে ওয়াযু /ওয়াদু, রামযান/রামদান, ক্বাদার।


আশাকরি বুঝেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আরবি অক্ষর ''সোয়াদ'' এর উপর যবর হইলে উচ্চারণ ''স'' হয়। কখনো-ই ''সা'' হয়না। উদাহরণঃ- আসসওমু লি ওআনা আজজি বিহি। আসসলাতু মিফতাহুল জান্নাত। আসসলাতু খইরুম মিনান নাওম। সওম এবং সাওম এর মধ্যে উচ্চারণে পার্থ্যক্য হল সওম আরবি এবং সাওম বাংলা শব্দ। আরেকটি উদাহরণঃ- মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারনের ক্ষেত্রে প্রতিযোগিতা কর (সূরা আল ইমরানঃ ২০০ আয়াত)। এই আয়াতের সবর শব্দ কখনো-ই সাবর উচ্চারণ হয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ