কবিতা নিয়ে নবী (স) কোথায়ও উহার প্রশংসা করিয়াছেন। কোথায়ও আগ্রহভরে তাহা আরও শুনতে চেয়েছেন। তিনি বলেন " কবিতা কথার মতই। ভাল কথা যেমন সুন্দর,ভাল কবিতাও তেমনই সুন্দর। আর মন্দ কবিতা মন্দ কথার মতই মন্দ। ( মিশকাতুল মাসাবীহ পৃ.৪১১) এটা থেকে বুঝা যায় কবিতা পাঠ করা যাবে। তবে "কবি গনকে অনুসরণ করা বিভ্রান্তরাই। (২৬ নং সূরা আয়াত ২২৪ থেকে ২২৬)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিভিন্ন হাদীসের আলোকে জানা যায় যে, রাসূলুল্লাহ (সাঃ) কোন কোন কবির কবিতার অংশ বিশেষ আবৃত্তি করেছেন। কিন্তু তিনি কখনো নিজে কোন কবিতা রচনা করেননি। তবে মাঝে মধ্যে তার কোন কোন কথা ছন্দযুক্ত হয়েছে। বিষয়বস্তুর আলোকে কখনো কবিদের নিন্দা করা হয়েছে আবার কখনো প্রশংসা করা হয়েছে। এটা নির্ভর করে সৃজনতার উপর। যে মন্দভাবে রচনা করবে সেটা অবশ্যই নিন্দাযোগ্য। তবে লক্ষণীয় হলো অধিকাংশ কবি আল্লাহর যিকর থেকে গাফিল থাকে। নবী (সাঃ) ইবনে রাওয়াহার কবিতা আবৃত্তি করতেন। দলিলঃ বায়হাকী-২০৯০৩ নাসাঈ-১০৭৬৯

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ