শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নৈতিকতা হচ্ছে ভালো গুণের সমাহারের নামকরণ । নৈতিকতা অর্জনের মাধ্যমে এক ব্যক্তির মনে কোনো কাজ বিষয়ে যে চেতনার আবির্ভাব ঘটে একেই মূল্যবোধ বলে । নিজের জ্ঞান বুদ্ধি বিবেক কেই নিজের বা ব্যক্তির মূল্যবোধ বলা যেতে পারে । সব সময় সত্য কথা বলা,ঘুষ না খাওয়া, অসৎ পথে না যাওয়া এগুলো হচ্ছে আপনার নৈতিকতা । আপনি এগুলো যখন করবেন তখন এগুলো হবে আপনার নৈতিকতা । আর ধরুন একটা কাজ করছেন তখন একটি লোক আপনাকে উক্ত কাজের জন্য ঘুষ দিলো । আপনার নৈতিকতা আপনাকে শিখেয়েছে ঘুষ না খেতে আপনি সেই কথা স্মরণ করে নিজের বিবেকের কারণে ঘুষ নিলেন না একটি হবে আপনার মূল্যবোধ । কোনো কাজ সম্পর্কে,তাকে মূল্য দেয়া(কাজকে) ,নিজেকে, নিজের কাজ কে মূল্য দেয়াও মূল্যবোধের অংশ। আশা করি আপনাকে পার্থক্য টি বুঝাতে পেরেছি । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ