Call

না এমন কোন কথা নেই। প্রথমে বুঝতে হবে আপনি কি বিষয়ে Freelancing করতে চান। Freelancing এর অনেক ধরণ আছে। আপনি যদি Graphics Design এর মাধ্যমে Freelancing করেন তাহলে আপনার গণিত বিষয়ে পারদর্শী হবার কোন দরকার নেই। 

আবার আপনি যদি Financial Service এর উপর Freelancing করতে চান তাহলে আপনাকে অবশ্যই এ ধরণের হিসাবে পারদর্শী হতে হবে। Call Center এর কাজও আছে Freelancing এ। আপনি যদি সেই ধরণের কাজ করেন তাহলেও আপনার গণিতে দক্ষ হবার দরকার নেই। 


তবে একটা বিষয়ে সবারই কমন দক্ষতা থাকতে হয়। সেটা হল ইংরেজী। কারণ আপনি যদি অনলাইনে কাজের অর্ডার পেতে চান সেক্ষেত্রে আপনাকে বিদেশীদের সাথে ইংরেজীতে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি ইংরেজীতে দূর্বল হন তাহলে ওরা আপনার লেখা বুঝবেন না আর আপনিও ওদের নির্দেশনা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কাজ না ও পেতে পারেন। আর এর সাথে কম্পিউটারে দক্ষ হওয়াটাও গুরুত্বপূর্ণ। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ