সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ।অসামাজিক পুরুষের কাছে কোন মেয়েই সেফ না।তাকে ঐ ছেলেটির সঙ্গ দ্রুত পরিহার করা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মেয়েটা ছেলেটাকে ছেড়ে যাবে কিনা সেটা নির্ভর করছে মেয়েটার Personality র উপর। এর উপর ভিত্তি করে সে হয়তো যে কোন একটি কাজ করবে - 

  • থাকবে
  • চলে যাবে
  • অথবা ছেলেটাকে শোধরানোর চেষ্টা করবে। 
কিন্তু অসামাজিক মানে ঠিক কি সেটা খুলে বলেন নি। ছেলেটা যদি খারাপ চরিত্রের হয় তাহলে তো ছেড়ে দেয়াটা স্বাভাবিক। 
আর অসামাজিকের আরেকটা মানে হতে পারে। যেমন একটু চুপচাপ টাইপের, মানুষের সাথে মিশে কম। এরকম হলে খুব সিরিয়াস কিছু না। 
তবে ইসলামিক দৃষ্টিতে বিচার করলে দুজনেরই দুজনকে ছেড়ে দেওয়া উচিৎ। কপালে থাকলে আল্লাহ মিলিয়ে দিবে। বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক স্থাপন করা নাজায়েজ!
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ