কম্পিউটারে বাংলা লেখাকে কথায় রুপান্তর অর্থাৎ টেক্সট টু ভয়েস করার পদ্ধতি কী?? (গুগল ভয়েস ছাড়া)
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চমৎকার প্রশ্ন। কম্পিউটারে গুগল ভয়েস ছাড়াও বেশ কিছু সফটওয়ারের মাধ্যমে বাংলা টেক্সট কে আপনি ভয়েসে রূপান্তর করতে পারবেন। এরমধ্যে বেশ ভাল  একটি সফটওয়ার হচ্ছে “কথা বাংলা টেক্সট টু স্পিচ” নিচে ডাওনলোড লিংক দিলাম। http://katha-bangla-text-to-speech1.software.informer.com/1.0b/ এছাড়াও আপনি আরো বেশ কিছু ভাল সফটওয়ার পাবেন নিচের লিংক থেকে। এগুলোর মধ্যে ফ্রি এবং পেইড উভয় ভার্সনই আছে। https://sourceforge.net/directory/os:windows/?q=bangla+text+to+speech আশা করি আমার উত্তরটি থেকে উপকৃত হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ