সহজ ভাষায় বুযে নিন,,মানুষের 

উপকার করার জন্য,,

আর যিনি উওর দেয়,,নিজের কাছে
অনেক আনন্দ লাগে।

Talk Doctor Online in Bissoy App

আপনি একটা ভাল কাজ করে দেখবেন অনেক তৃপ্তি। সেই রকম আমরাও এখানে উত্তর দিয়ে মানুষকে সেবা দিয়ে থাকি।যাতে তারা সহজে যেকোন সমস্যা সমাধান পেতে পারে। তাছাড়া আর কিছু না।

Talk Doctor Online in Bissoy App
Call

আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুই টি উদ্দেশ্যে (এক) আল্লাহ্‌র ইবাদত করা, (দুই) মানুষের মংগল করার জন্য। তারই আলোকে আপনার উত্তর 

Talk Doctor Online in Bissoy App

এখানে উত্তরদাতা উত্তর দেয়, বিভিন্ন কারণে।যেমন - ১. উপকার করার জন্য। ২. জ্ঞান অর্জন  করার জন্য। ৩. প্রতিযোগিতা করে পয়েন্ট বাড়ানোর জন্য। ৪.বর্তমানে পুরষ্কার জেতার জন্য। ৫. পদমর্যাদা বৃদ্বি করার জন্য। ৬. লক্ষাধিক সদস্যদের প্রশ্ন উত্তর  দেখে অভিজ্ঞতা বাড়ানোর জন্য ইত্যাদি।  Bissoy  এমন একটি সাইট যেখানে বহুবিধ কার্য সম্পাদন করা হয়। এখানে আমি উত্তর দেয় জানার জন্য।  নিজে জানি তারপর অন্যকে জানায়।

Talk Doctor Online in Bissoy App

"সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যাক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে" (বায়হাকি) এই সাইটের সদস্যরা চেষ্টা করে অপরের সমস্যার সমাধান দেওয়ার। এতে নিজর কাছেও ভালো লাগে।

Talk Doctor Online in Bissoy App
Call

আমি যে কারণে করি আমার মনে হয় সবাই সেইকারণেই সবাই উত্তর দেয়।

আমি দেই দেখি উত্তরটা আমি জানি কি না। যদি জেনে থাকি গুছিয়ে লিখতে পারি কি না।
আর উত্তর দিতে গিয়ে গুগল সার্চ করলে তো নিজেরই অনেক কিছু জানা হয়ে যায়। আমি প্রায়ই নিজের উত্তর করা প্রশ্নগুলো দেখি। আর বিষয়গুলি মনে আছে কি না সেটা দেখি।
আমার মনে হয় সবাই এ কারণেই উত্তর দেয়। তবে সাহায্য করা, একটু প্রশংসা পাওয়ার জন্যও হতে পারে।
মানুষ তো প্রশংসা পাবার জন্যই সবকিছু করে। টাকা অর্জন, নামাজ পড়া, পড়ালেখা করা সবই শুধু প্রশংসার জন্য। যে আমি করলে আমার কথা সবাই বলবে। 
উত্তর দেবার বিষয়েও একই ব্যাপার কাজ করে।
Talk Doctor Online in Bissoy App
Call

নিজের জানা বিষয়টি অন্যকে জানানোর জন্য, হয়তো এরদ্বারা প্রশ্নকর্তার সামান্য উপকার হবে বলে। 

Talk Doctor Online in Bissoy App